বুধবার থেকে আইসিপিসি ঢাকা শুরু

৯ জানুয়ারি, ২০২৩ ২২:২৬  
 আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) এশিয়া আঞ্চলিক ঢাকা পর্ব। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে হতে যাওয়া এ প্রতিযোগিতায় দেশের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন। আগামী বুধবার (১১ জানুয়ারি) প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হবে, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।  সোমবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজক কমিটির সভাপতি ও গ্রিন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. সাইফুল আজাদ জানান, দেশের শীর্ষ প্রোগ্রামার ও কম্পিউটার পেশাজীবীদের পাশাপাশি খ্যাতিমান শিক্ষাবিদদের সমন্বয়ে এবারের প্রতিযোগিতা আয়োজন করা হবে। ফলে প্রতিযোগীরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াডখ্যাত এ প্রতিযোগিতার আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন। এ বছর আইসিপিসি এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বের প্রাথমিক রাউন্ড আগামী ১১ ফেব্রুয়ারি অনলাইন পর্বের মাধ্যমে শুরু হবে। এরপর বিভিন্ন ধাপে বিজয়ীদের নিয়ে ১১ মার্চ হবে চূড়ান্ত প্রতিযোগিতা। শিক্ষার্থীরা নিজেরাই তিনজনের দল গঠন করে এই ওয়েব  ঠিকানায় নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলনে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. মো. গোলাম সামদানী বলেন, ‘একুশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রযুক্তিগত দক্ষতা অর্জন। আইসিপিসি প্রতিযোগিতা এ ক্ষেত্রে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এসব শিক্ষার্থী ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখার পাশাপাশি দেশের ফ্রিল্যান্সিং খাতেও অবদান রাখবেন।’